নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে একে একে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হওয়ায় এ ১০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে নবম শ্রেণির সামিয়া আক্তার (১৪) হঠাৎ শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়ে। এরপর অন্য ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। এ সময় অসুস্থ ছাত্রীদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সামিয়া ও লামিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় বলেন, অসুস্থ ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত। চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠছে।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা বলেন, কয়েক জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ