১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

একাদশে নেই মোস্তাফিজ ফিল্ডিংয়ে মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে মুম্বাই। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

তবে আজকের ম্যাচে মুম্বাই একাদশের বাহিরে রাখা হয়েছে বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকে। একাদশে মোট দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেমেছে মুম্বাই। মোস্তাফিজ ছাড়াও আজ একাদশ থেকে বাদ পড়েছেন কিয়েরন পোলার্ড। তার বদলে একাদশে রাখা হয়েছে জেপি ডুমিনিকে।

অপরদিকে টেবিল টপার চেন্নাই আজ একাদশে কোন পরিবর্তিত ছাড়াই মাঠে নেমেছে। ৬ ম্যাচের ৫টিতেই জয় নিয়ে চলতি আসরে পয়েন্ট টেবিলের উপরে আছে ধোনির চেন্নাই। আর ৬ ম্যাচ খেলে ৫টিতে হেরে টেবিলের তলানিতে রোহিত শর্মার দল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৮:৪৪ অপরাহ্ণ