১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

পুলিশ-অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের মামলায়, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে পুলিশ-অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৪ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) মানিকুল ইসলাম।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে। মামলায় ১০ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে সিএনজি শ্রমিকেরদ গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে সিএনজি শ্রমিকরা।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ শহর থেকে অলিপুর ও সুতাংয়ে যেতে মহাসড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-সিএনজি চলাচল করায় তা বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার শায়েস্তাগঞ্জের অটোরিকশা সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুর, দেউন্দি রাস্তার মোড় ও সিএনজি গ্যাস পাম্পের কাছে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে নছরতপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ