স্পোর্টস ডেস্ক:
নতুন টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তান জুনে ভারতের বিপক্ষে খেলবে নিজেদের প্রথম টেস্ট। দীর্ঘ পরিসরে সাফল্য পেতে আফগানিস্তান বড় পরিকল্পনা হাতে নিয়েছে।
২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে তারা প্রায় ১৮টি টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। টেস্টে খেলুড়ে অন্যান্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। এর মধ্যে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোও। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতেই ম্যাচগুলো আয়োজন হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান শফিক স্টানিকজাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শীঘ্রই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে শারজাহতে আতিথেয়তা দেবে আফগানিস্তান এবং হোম ভেন্যু হিসেবে শারজাহ ব্যবহার করবে আফগানিস্তান।
স্টানিকজাই বলেছেন,‘নতুন এফটিপি সাইকেলে আমরা ১৪-১৮টি টেস্ট খেলব। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের খেলা আছে। আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলব। সিরিজগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আসছে না। এগুলো দ্বিপাক্ষিক সিরিজ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে শেষ খেলেছিল আফগানিস্তান। ওয়ার্নারের ১৭৮ রানে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অসিরা। আফগানিস্তান গুটিয়ে যায় ১৪২ রানে। কিন্তু গত তিন বছরে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কোয়ালিফাইং রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে নাম লিখায় ২০১৯ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের মিশন শুরু করবে আফগানিস্তান। ম্যাচটি হবে ১ জুন বিস্ট্রলে।
দৈনিক দেশজনতা/এন আর