নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
যুবদলের সভাপতি সাইফুল অালম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে সাইফুল অালম নীরব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে তারা ৩ স্থানে পুলিশি বাধার মুখে পড়েছেন। প্রথমে মালিবাগ সুপার মার্কেটের সামনে কর্মসূচির স্থান নির্ধারণ ছিল। সেখানে সকাল থেকেই অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে মৌচাকে বিক্ষোভ করার সিদ্ধান্ত হয়। সেখানেও পুলিশের সতর্ক অবস্থানের কারণে শাহজানপুর এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।
এই স্থান থেকে পুলিশ যুবদলের অন্তত ৩০ নেতাকে অাটক করেছে বলে দাবি করেছেন তিনি।
এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে মগবাজার এলাকায় বিক্ষোভে মিলিত হন তারা। বিক্ষোভ মিছিল মগবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেল গেইটে গিয়ে শেষ হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির খবর পেয়ে সকাল থেকেই মালিবাগ সুপার মার্কেটের সামনে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে সেখান থেকে যুবদলের বেশ কয়েকজনকে অাটক করা হয়।
যুবদল সূত্র জানায়, এরপর দুপুর ১টার দিকে মৌচাক মোড়ে অবস্থিত ফরচুন শপিং মলের সামনে নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখান থেকেও কয়েকজনকে অাটক করা হয়।
তৃতীয় দফায় শাহজানপুরে বিক্ষোভের জন্য নেতাবর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকেও কয়েকজনকে অাটক করে বলে জানায় যুবদল। সবশেষ মগবাজার মোড়ে তারা বিক্ষোভ মিছিল করেন।
দৈনিক দেশজনতা/এন আর