আতিকুর রহমান , গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে সাতটি বাড়ির প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে।
২৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় প্রথমে একটি বাসা বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন পাশের আজহার মিয়া, জিয়া উদ্দিন, রোকেয়া, মোঃ মঞ্জু, চান মিয়া ও বুলবুল আহমেদের মালিকানাধিনসহ ৭টি বাসা বাড়ি ও একটি ওয়েলিং কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই ৭টি বাসা-বাড়ির প্রায় ৫০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ৭টি টিনশেড বাড়ির প্রায় ৬০টি কক্ষ পুড়ে গেছে। আগুনে পুড়ে ওয়েলিং কারখানা ও ওই বাড়ি মালিকদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

