১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

সরকারের মন্ত্রীরাই তারেক রহমানের প্রচার করছে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার পত্রপত্রিকাতে তারেক রহমানকে নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেয় না, কিন্তু এই কাজটা করে দিচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রীরা। তাদের মুখে সব সময় তারেক রহমানের নাম লেগেই থাকে।’

শ‌নিবার (২৮ এ‌প্রিল) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকারের ব্যানারে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমানের বক্তব্য এখন ফেসবুকে ভাইরাল। তিনি যে এই দেশে জনপ্রিয়তম নেতা এটা তারই প্রমাণ। এখন সরকারের অনেক মন্ত্রী তাঁর পাসপোর্ট নিয়ে প্রশ্ন তুলে। এই দেশের কোটি কোটি মানুষের পাসপোর্ট নাই তাই বলে কি তারা এই দেশের নাগরিক নয়।’

বন্ধুর চেয়ে শত্রু ভাল, যে শত্রু সব সময় মুখে মুখে নাম নেয়। তাই তারেক রহমানের কথা প্রচার করার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রীদের ধন্যবাদ দেন তিনি।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বেগম খালেদা জিয়াকে যদি এখনি উন্নত চিকিৎসা না দেয়া হয় তা হলে তার পা ও চোখ নষ্ট হয়ে যাবে কারণ তার চোখ লাল হয়ে গেছে এবং পায়ে তার দুটি রড বসানো আছে। তার চিকিৎসা কোনো ভাবেই জেলের ভেতর করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে তাঁর চিকিৎসারর জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হোক।’

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারির সভাপতিত্বে সভায় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোহাম্মদ রহমাতুউল্লাহ, জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আ‌নোয়ার প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ