ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুইজনকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায়, ফুলপুর মহিলা কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাসা পৌরসভার দিউ বালিয়া মোড় এলাকায়। মেয়েটি মাদরাসায় যাতায়াতের সময় প্রতিনিয়ত বালিয়া মোড়ে দাঁড়িয়ে সোহেল নামে এক বখাটে তাকে উত্যক্ত করে। এ ঘটনা নজরে পড়লে প্রতিবেশি সুমন মিয়া ও রফিকুল ইসলাম এর প্রতিবাদ জানায়। এতে বখাটে সোহেল তাদের উপর ক্ষীপ্ত হয়। এক পর্যায়ে প্রতিবাদকারীরা বিষয়টি এলাকার আরও কয়েকজনকে জানালে সবাই সোহেলকে ইভটিজিং থেকে বিরত থাকতে বলে। কিন্তু স্থানীয় মৃত উমেদ আলীর পুত্র সোহেল তা না মেনে প্রতিবাদকারীদের শত্রু ভেবে সে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ১২ এপ্রিল এ নিয়ে ওই স্থানে মারধরের ঘটনাও ঘটে। অবস্থা বেগতিক দেখে সোহেল মিয়া ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা হয়ে যায়।
এদিকে, গতকাল রাতে হঠাৎ প্রতিবাদী সুমন মিয়া ও তার চাচা রফিকুল ইসলামের ওপর বখাটে সোহেল আক্রমণ করে বসে। দা দিয়ে তাদের দুই চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করে সোহেল। পরে তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মারাত্মক আহত সুমন মিয়াকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এতে এলাকায় আরও ক্ষোভের সঞ্চার হয়। ভুক্তভোগী মেয়ের বাবা আবু তাহের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। থানায় এ বিষয়ে একটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে ফুলপুর অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। বখাটে সোহেলকে খুঁজছে পুলিশ।
দৈনিক দেশজনতা/ টি এইচ