২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

খালেদা জিয়া পঙ্গু এবং অন্ধ হয়ে যেতে পারেন : চিকিৎসক

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখনই সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা করছেন তাঁর চিকিৎসকগণ। এমনকি দ্রুত চিকিৎসা দেয়া না হলে অন্ধও হয়ে যেতে পারেন, জানালেন তাঁর চিকিৎসকরা। হাঁটুর অবস্থাও করুণ বললেন তারা।

চিকিৎসকগণ জানান, বেগম খালেদা জিয়া এসব সদস্যা মোকাবেলা করা সত্বেওÑ মানসিকভাবে এখনো জোর রয়েছে অনেক বেশি।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসকেরা সাংবাদিকদের কাছে এমন আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার চিকিৎসক ওয়াহিদুর রহমান বলেছেন, ওনার এখন সবচেয়ে বেশি এবং গুরুতর সমস্যা ঘাড়ে। তাঁর ঘাড়ের হাড়গুলো ক্ষয় হয়ে নার্ভ চাপা পড়ে গেছে। ডান হাতে শক্তি কিছু পেলেও, বাঁ হাতে পাচ্ছেন না একেবারেই। বাঁ হাত দিয়ে কিছু ধরতে গেলে হাত থেকে তা পড়ে যাচ্ছে।

ওয়াহিদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার হাতের আঙুলগুলো ফুলে গেছে। কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। তিনি হাঁটতে পারছেন না। শরীর দুর্বল হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক।

আরেক জন চিকিৎসক সিরাজউদ্দিন আহমেদ বলেন, যতটুকু শুনেছি, ওনার হাত বাঁকা হয়ে গেছে। কোনো কাজ করতে পারছেন না। উনি চলাফেরা করতে পারছেন না- হাঁটুর অবস্থাও করুণ।’

বেগম খালেদা জিয়ার ফিজিওথেরাপি দরকার উল্লেখ করে সিরাজউদ্দিন আহমেদ বলেন, চিকিৎসা করতে হলে ভালো পরিবেশ দরকার। উনার জীবনী শক্তি নষ্ট হয়ে যেতে পারে।

চিকিৎসক আব্দুল কুদ্দুছ বলেন, ওনার অসুখগুলো আগে থেকেই ছিল। চোখের কর্নিয়া ড্রাই হয়ে গেছে। দ্রুত চিকিৎসা না হলে অন্ধ হয়ে যেতে পারেন। ওয়ান স্টপ সার্ভিস যেখানে দেয়া যায়, সেখানে তাঁর সুচিকিৎসা প্রয়োজন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময়’ দাবি করে বলেন, সবাই তাঁকে (খালেদা) বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন। তাঁর দুটি হাঁটু প্রতিস্থাপন করা আছে। এসব যন্ত্রপাতি ইউনাইটেড ও অ্যাপোলোতে রয়েছে। তাই আমরা বারবার ইউনাইটেড হাসপাতালে নেয়ার জন্য বলছি।

‘বেগম খালেদা জিয়াকে আটকে রাখতে সরকার নীল নকশা করেছে’ দাবি করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। দেশের মানুষের কাছে জবাব দিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, জয়নুল আবদীন ফারুক, আবদুস সালাম, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১:৪৪ অপরাহ্ণ