নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আরো কিছু কর্মসূচি দেবে বিএনপি। রমজান মাসেও শান্তিপূর্ণ সমাবেশ, বিশেষ দোয়াসহ মানববন্ধন কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া রমজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও ইফতার মাহফিল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে এতিম ও ওলামা মাশায়েখ, রাজনৈতিক দল ও কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এ তথ্য জানান।
জানা যায়, বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
দৈনিক দেশজনতা/ টি এইচ