২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৩

আমেরিকাকে ঠেকাতে ঐক্যমতে ইরান, রাশিয়া ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাতরোশেভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসির খান জানজুয়ার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে এশিয়া অঞ্চলে আমেরিকার অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদেেপর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তা প্রতিহত করার জন্য এ মহাদেশের সংশ্লিষ্ট সব দেশের মধ্যে সার্বিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

রাশিয়ার সোচি শহরে বিশ্বের পাঁচ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নবম সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়া যান অ্যাডমিরাল আলী শামখানি। তিনি বৃহস্পতিবার রাতে সোচি ত্যাগ করার আগে সাংবাদিকদের বলেন, মার্কিন সরকার সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসবাদকে আফগানিস্তানে স্থানান্তর করতে চায়। কিন্তু এই অশুভ তৎপরতা প্রতিহত করতে এশিয়ার সংশ্লিষ্ট অন্যান্য দেশকে সার্বিক সহযোগিতা করবে ইরান।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সন্ত্রাসবাদের মতো যৌথ হুমকি মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বাত্মক সহযোগিতা জরুরি। সম্প্রতি নিউ ইয়র্কে টেকসই শান্তি শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ সম্পর্কে বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে অগ্রগামী দেশ হিসেবে ইরান এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ