নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ২ ব্যক্তি হলেন- পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ এবং নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাবলুর রহমান। শুক্রবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। গত বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেলে ওই দুইজন নিখোঁজ হন।
ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ জানান, বুধবার রাতে উপজেলার আকবর নগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ফতুল্লায় যাচ্ছিলেন ট্রলার চালক ইউনুছ। ধর্মগঞ্জ এলাকায় আসার পর কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা দুইজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চালকসহ দুইজন নিখোঁজ হন।
এসআই ফরহাদ আরও জানান, অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ইউনুছের এবং পানগাঁও এলাকার সাবলুর রহমানের লাশ ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে নিয়ে যায়।
দৈনিকদেশজনতা/ আই সি