২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৮

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলের গুলি: নিহত ৩, আহত সাড়ে ৯০০

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা সীমান্তবর্তী এলাকায় আবারো ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সৈন্যরা। নিজের জন্ম ভূমিতে ফেরার দাবিতে শুক্রবার ৫ম দিনের মতো বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তাদের এ বিক্ষোভে গুলি চালায় ইসরাইলি সৈন্যরা। গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে সাড়ে ৯শ।

গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন। কিন্তু, জাতিসংঘের আহ্বান অগ্রাহ্য করেই শুক্রবার আবারো বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সৈন্যরা। গত ৩০ মার্চ থেকে গাজার সীমান্তবর্তী এলাকায় নিজেদের অধিকার ফিরে পাবার দাবিতে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভে ইসরাইলি সৈন্যদের গুলিতে এ ৪৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৯:৪২ পূর্বাহ্ণ