১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ময়মনসিংহে দুই যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় ও রেলব্রীজের নিচ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে নেত্রকোণাগামী একটি পরিবহনের যাত্রী সেলিম মিয়া (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজার গ্রামের জিগৎ আলীর ছেলে। সে ওই পরিবহণে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বাসটি ঢাকা থেকে ময়মনসিংহ ব্রীজ মোড় পৌঁছলে সব যাত্রী বাস থেকে নেমে গেলেও সেলিম সিটে ঘুমিয়ে ছিল। পরে বিষয়টি সন্দেহ জনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন।।

অপরদিকে নগরীর মরাখলা রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সোয়া ১টার দিকে রেলব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ওসি বলছেন, ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ