১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

শিশু একাডেমির চূড়ান্ত প্রতিযোগিতা ৩ ও ৪ মে

শিল্পসাহিত্য ডেস্ক:

বাংলা নর্ববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের তিনটি বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৩ ও ৪ মে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিষয় হচ্ছে দেশাত্ববোধক ছড়াগান, একই বিষয়ে নৃত্য ও ছবি আঁকা। ছড়াগানে দেশের প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী ৮ জন শিশু চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ৪ মে ঢাকায় শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে।

বৃহস্পতিবার শিশু একাডেমির পরিচালক আনজির লিটন এসব তথ্য জানান।

তিনি জানান, চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলা নর্ববর্ষ উপলক্ষে সারাদেশে মাসব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে একাডেমি। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষ হয়েছে। ৩ ও ৪ মে চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এদিকে শিশু একাডেমির সংশ্লিস্ট বিভাগ থেকে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচি উদযাপন উপলক্ষে শিশু একাডেমি প্রকাশিত সব বিষয়ের বই বিক্রয়ে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ