মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
‘ভারত বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে তাকে ‘ভারতের পক্ষ হয়ে’ কথা বলার অধিকার দিয়েছে? এ ধরনের কথা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করবে।
মির্জা ফখরুল বলেন, তিনি যে কথা বলেছেন তাতে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা মনে করি ভারত আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা আমরা সব সময় শুধু স্বীকারই করি না, বরং শ্রদ্ধার সঙ্গে স্মরণও করি। আমরা মনে করি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয়।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যের ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকুক আমরা খুব খুশি হবো। কিন্তু তারা যেন জনগণের ভোটে ক্ষমতায় আসেন। জনগণ ভোট দিক, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে আপনারা ক্ষমতায় আসেন; আমাদের কারো কোনো আপত্তি নেই।
কেন, কী কারণে আজকে দেশনেত্রীকে কারাগারে আটকে রেখেছেন প্রশ্ন করে বিএনপি মহাসচিব বলেন, মাত্র ২ কোটি ৩৩ লাখ টাকার একটা মিথ্যা বানোয়াট মামলায়, যার একটি টাকাও খরচ হয়নি। তিনগুণ টাকা এখনও ব্যাংকে জমা পড়ে আছে। একটি মাত্র কারণে তাঁকে আটকে রেখেছেন আর সে কারণ, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আগামী কোনো নির্বাচনে আপনাদের জয়লাভ করার সম্ভাবনা নেই।
তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে আলোচনা চলছে তাকে একটি ডেড ইস্যু দাবি করে মির্জা ফখরুল বলেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের যে কোনো সম্পর্ক নেই সেটা সবাই ভালো করেই জানেন। তাই আশা করবো এটা নিয়ে আর কেউ কোনো আলোচনা করে সময় নষ্ট করবেন না।
সম্মিলিত বৌদ্ধ পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডা. দিলীপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, অমলেন্দু দাস অপু প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন আর