১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ নিহত ৩

রংপুর প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জের পাগলাপীর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে অন্তঃসত্ত্বাসহ ৩ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুরে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রাজ্জাক বলেন, “নীলফামারী থেকে একটি অ্যাম্বুলেন্স অন্তঃসত্ত্বা এক মহিলাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে দাঁড়ানো একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই অন্তঃসত্ত্বাসহ ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ