১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

সফর স্থগিত: আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া খারাপের কারণে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহন করার দ্বিতীয় দিনে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর কথা ছিল।

আবদুল হামিদ মঙ্গলবার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি শুক্রবার তাঁর নিজ শহর কিশোরগঞ্জের মিঠামইন যাবেন। রাষ্ট্রপতি তাঁর মরহুম পিতা মাতা যথাক্রমে হাজী মোহাম্মদ তৈয়বউদ্দিন এবং মাতা তমিজা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করবেন। রাষ্ট্রপতি পরে স্থানীয় জনগনর সঙ্গে মতবিনিময় করবেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৪:২০ অপরাহ্ণ