২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনসিডিল জব্দ,আটক ২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৩৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-৭। প্রাইভেটকারে করে ফেনসিডিলের চালানটি ফেনী থেকে চট্টগ্রাম আনা হচ্ছিল। এ সময় দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে মহাসড়কের বারইয়ারহাট বাজারে কাশবন হোটেলের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, একটি প্রাইভেটকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। এ খবরে মহাসড়কের বারইয়ারহাট বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বারইয়ারহাট বাজারে কাশবন হোটেলের সামনে প্রাইভেটকারটিকে ধাওয়া করে ধরে ফেলি। পরে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের সিটের উপর বস্তায় লুকানো ৭৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ