১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে সাড়ে ১২টায়  শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন আবদুল হামিদ। দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ