আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের কুশীনগরে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে স্কুলভ্যান পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৮ জন। ঘটনাস্থলেই বেশিরভাগ ছাত্রে মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ডিভাইন পাবলিক স্কুলেরছাত্র বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কুশীরনগরের গোরাকপুর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় ভ্যানটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই ১১ শিশুর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি মাসের দুর্ঘটনায় স্কুলছাত্রদের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ১০ এপ্রিল হিমাচল প্রদেশের কাংড়ায় ২৭ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল। ছাত্র বহনকারী বাসটি ১০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
দৈনিকদেশজনতা/ আই সি