১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

রোনালদোর গোল ছাড়াই বায়ার্নকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক:

ফেভারিটই ছিল, ফেভারিটের মতোই খেলল। বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারাল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলেন জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেয় রিয়াল। তবে শুরুতে ছন্দে দেখা যায়নি তাদের। এ সুযোগ নিয়ে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। স্বার্থও হাসিল করে নেয়। ২৮ মিনিটে আচমকা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন জসুয়া কিমিচ।

এর মিনিট ছয়েক পর বড়সড় ধাক্কা খায় বায়ার্ন। চোট পেয়ে মাঠ ছাড়েন রক্ষণ সেনা জেরোমে বোয়াটেং। এর আগে ৮ মিনিটে একই কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যারিয়েন রবেন। দলের দুই তারকাকে হারিয়ে খেলার গতি ধরে রাখতে পারেনি বায়ার্ন। এতে দৃশ্যপটে ফেরে রিয়াল। ৪৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মার্সেলো।

বিরতির পরও স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখে অতিথিরা। এতে এগিয়ে যেতেও সময় লাগেনি। ৫৭ মিনিটে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। ৫৯ মিনিটে রিবেরির শট নাভাস ঠেকিয়ে না দিলে তখনই সমতায় ফিরতে পারত বায়ার্ন। ৬৭ মিনিটে আরও একবার চমক দেখালেন জিদান। কারভাহালকে তুলে মাঠে নামালেন বেনজেমাকে। প্রতিপক্ষের মাঠে ২-১ এ এগিয়ে থাকা অবস্থায় ডিফেন্ডারের বদলে স্ট্রাইকার! রাইট উইং থেকে নিচে নেমে আসতে হলো ভাসকেজকে। পরের মিনিটেই আরও একবার একটুর জন্য সমতায় ফিরতে পারেনি স্বাগতিক দল।

৭০ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু হ্যান্ডবলের কারণে সে গোল বাতিল হয়। উল্টো দিকে বারবার সুযোগ সৃষ্টি করেছেন রিবেরি। কিন্তু কোনোটাই গোলে পরিণত হয়নি। ৮৮ মিনিটে সহজ এক সুযোগ হাতছাড়া করেন লেভানডফস্কি। তবে আর কাঙ্ক্ষিত সাফল্য পাননি জার্মান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় দ্য বাভারিয়ানসরা। এ জয়ে ইউরোপসেরা টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপার পথে এগিয়ে গেল রিয়াল। উল্টো চিত্র বায়ার্নের। এ নিয়ে উয়েফা নিয়ন্ত্রিত লিগটিতে লস ব্লাঙ্কোজদের বিপক্ষে টানা ৫ ম্যাচ হারল এবার বুন্দেসলিগা শিরোপা ছোঁয়ার দ্বারপ্রান্তে থাকা দলটি।

আগামী মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে নামবে বায়ার্ন। ওই ম্যাচে দলটি এ খরা ঘোচাতে পারে কিনা- এখন সেটিই দেখার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ