১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

শ্যামনগরে আদিবাসীদের অধিকার সুরক্ষা বিষয়ক পরামর্শ সভা

রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন সংলগ্ন এলাকার আদিবাসীদের অধিকার সুরক্ষায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সচেতন নাগরিক কমিটি(সনাক) সাতক্ষীরা ও শ্যামনগর সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) আয়োজনে পরামর্শ সভার আয়োজন করা হয়।

সনাক সাতক্ষীরার সভাপতি অবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সনাক সদস্য ড.দিলারা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম,সনাক সদস্য ও সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ফিফা রেফারী ও সনাক সদস্য তৈয়েব হাসান,সামসের সভাপতি মিঃ গোপাল মুন্ডা প্রমুখ। পরামর্শ সভায় ধারণা পত্র পাঠ করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা।

সভায় আদিবাসীদের সুপেয় পানির ব্যবস্থা,আদিবাসী শিক্ষার্থীদের বৃহত পরিষরে উপবৃত্তি চালু করা,খাস জমির বন্দোবস্থ করা,ধূমঘাট গ্রামের মুন্ডাদের জমির সমস্যার সমাধান সহ অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আদিবাসীরা বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ