১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

তারেক সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বর্জন নিয়ে বিতর্ক সৃষ্টি করে সরকার নিজেরাই নিজেদের তৈরী করা গহ্বরে পড়েছে।

ফখরুল বলেন, তারেক নাগরিকত্ব বর্জন করেননি। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এ মনবন্ধন কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নোংরা প্রচারণা চালাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা গতকালও বলেছি, আজকেও আবার বলছি, এই বিতর্ক সৃষ্টি করে তারা (সরকার) কোনোই ফায়দা তুলতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, কোনো মতেই বৃটিশ আইনে আশ্রয় চাওয়ার ক্ষত্রে কোনো ব্যক্তির নাগরিকত্ব বর্জন করার কোনো প্রয়োজন নেই। নাগরিকত্ব কেউ বর্জন করে না। নাগরিকত্ব বজায় রেখেই সবাই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ৯:১৬ অপরাহ্ণ