১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

যুব অলিম্পিকে সিঙ্গাপুরকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

যুব অলিম্পিক হকির বাছাইয়ে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে উড়িয়ে দিয়েছে গোবিনাথান কৃষ্ণমুর্তির দল।

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার ‘বি’ পুলের ম্যাচে বাংলাদেশের জয়ে মোহাম্মদ মহসিন ৩টি গোল করেন। এ ছাড়া সারোয়ার শাওন, আবেদ উদ্দিন, শফিউল আলম শিশির ২টি করে গোল করেন। রাকিবুল হাসানের স্ট্রিক থেকে অপর গোলটি এসেছে।

বাছাই পর্বটি ফাইভ ‘এ’ সাইড সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে। ১০ মিনিট করে তিন ধাপে হয়েছে ম্যাচটি। ম্যাচের চার মিনিটে মহসিন বাংলাদেশকে এগিয়ে নেন। পরের মিনিটে আবেদ ব্যবধান দ্বিগুন করেন।  সিঙ্গাপুর এক গোল শোধ করলেও প্রথমার্ধে শাওন জোড়া গোল করে বাংলাদেশকে  ৪-১ অগ্রগামিতায় নিয়ে যান।

দ্বিতীয় ধাপে দুই দেশই তিনটি করে গোল পায়। শেষার্ধে অবশ্য বাংলাদেশেরই আধিপত্য ছিল।  মহসিন দুটি ও রাকিবুল একটি গোল করেন।

বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান ও চাইনিজ তাইপে।

বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

 

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ