নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর পোস্টকামারী রাস্তার ফরিদ সিকদারের বাড়ির কাছে নির্মিত কালভার্ট কোনো উপকারে না আসায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চার গ্রামের জনসাধারণের।
মামুদনগর এলাকার জমির উদ্দিন ও সোলায়মান সিকদার জানান, উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে শতশত ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করে। শুকনো মৌসুমে বিকল্প রাস্তায় চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে সাধারণ জনগণের চরম ভোগান্তি পোহাতে হয়।
ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, পোস্টকামারী রাস্তার ফরিদ সিকদারের বাড়ির কাছে ২০ ফুট কালভার্টটি এলাকার জনগণের জন্য একটি বিষঁফোড়ার মত। যে কালভার্টি এলাকার জনগণের কোনো কাজেই আসে না। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। নতুন বরাদ্দ পেলে কালভার্টের দু’পাশের মাটি ভরাটের ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন জানান, প্রকল্পটি পূর্ববর্তী কর্মকর্তার সময়ে হয়েছে। সংযোগ সড়কে মাটি ভরাটের বিষয়ে ইতোমধ্যে অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব কালভার্টের দু’পাশে মাটি ভরাটের জন্য বরাদ্দ দেয়া হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ