নিজস্ব প্রতিবেদক:
নদীপথে পাচারের সময় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট ও বাত্তিরখাল এলাকা থেকে ১৯ ড্রাম বাগদা চিংড়ি পোনা আটক করছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এসময় দুইটি ইঞ্চিনচালিত নৌকা ও ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব চিড়িং পোনা আটক করা হয়। পরে মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের কোস্টগার্ড প্লাটুনের সামনে মেঘনা নদীতে মাছগুলো অবমুক্ত করা হয়। জব্দকৃত জাল বিনষ্ট করা হয়েছে। মজুচৌধরীরহাট কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মো. হাবিুবুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্মকর্তা সরোয়ার জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০০ সালের ২১ সেপ্টেম্বর মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় দেশের উপকুলীয় মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতি বছর লক্ষ্মীপুর জেলার রামগতির আলেকজান্ডার থেকে রায়পুর উপজেলার হাজিমারার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় বিশেষ করে এপ্রিল, মে-জুন তিন মাস পর্যন্ত চলে গলদা ও বাগদা চিংড়ি পোনা ধরার মহাৎসব। এসময়ে মাছ ধরা, বিক্রি ও মজুদ করা সর্ম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ