স্পোর্টস ডেস্ক:
নিজের সাবেক দলকে পেয়ে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন মোহাম্মদ সালাহ। গত জুনেই তিনি রোমা ছেড়ে পাড়ি জমিয়েছেন লিভারপুলে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে করলেন জোড়া গোল। অবদান রাখলেন সতীর্থদের গোলেও। সালাহদের দুর্দান্ত নৈপুণ্যে ঘরের মাঠে সেমি ফাইনালের প্রথম লেগে রোমাকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন ফিরমিনহোও। অন্য গোলটি করেছেন সাদিও মানে। এছাড়া রোমার হয়ে গোল দু’টি করেছেন জেকো ও পেরোত্তি।
এদিন খেলার শুরুতে অবশ্য রোমাই বল দখল নিয়ে খেলে। কিন্তু ম্যাচের ৩৫তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে ২-০তে এগিয়ে দেন দলকে। ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া সালাহ এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১০টি গোল করলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৩টি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোমার ওপর আরো চেপে বসে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৫৬তম মিনিটে সালাহর পাস থেকে বল পেয়ে দলকে ৩-০তে এগিয়ে নেন মানে। আর ম্যাচের ৬১ ও ৬৮তম মিনিটে পরপর দুইটি গোল করে গোল উৎসবে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনহো।
খেলার ৮০ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে থাকে লিভারপুল। তারপরই পাল্টা আঘাত হালে ইতালিয়ান ক্লাবটি। লিভারপুলকে রীতিমতো শঙ্কায় ফেলে ৫ মিনিটের মধ্যে দুই গোল পরিশোধ করে ফেলে রোমা। ম্যাচের ৮১তম মিনিটে বসনিয়ার এই স্ট্রাইকার জেকো ও ৮৫তম মিনিটে পেনাল্টি শ্যুট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো পেরোত্তি দলের হয়ে গোল করেন।
বুধবার রোমার মাঠে ফিরতি পর্বে মুখোমুখি হবে দুই দল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

