১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির ৫৭ টিম

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগের জন্য ৫৭টি টিম গঠন করেছে বিএনপি। এসকল টিম বুধবার থেকেই তাদের প্রচারণা শুরু করবেন। মঙ্গলবার বিকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এক বৈঠকে সিনিয়র নেতারা এ সিদ্ধান্ত নেন।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ ৫০ জনের অধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই টিমে নেতাকর্মী অন্তর্ভুক্তিসহ জেলার নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ থেকেই প্রচারণায় নামার উদ্যোগ নিয়েছে দলটি। এ বিষয়ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, গাজীপুরের ৫৭টি ওয়ার্ডের জন্য ৫৭টি টিম গঠন করা হয়েছে।

এসকল টিমের সাথে ওই সকল ওয়ার্ড থেকে একজনকে সমন্বয় করে কেন্দ্রীয় টিম প্রচারণা শুরু করবে। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীরা বিচ্ছিন্ন প্রচারণা ইতিমধ্যে শুরু করলেও আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু করতে চাচ্ছেন। এদিকে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে জোটের শীর্ষ নেতারা এই দুই সিটিতে তাদের প্রচারণা শুরু করার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য বৈঠক করেছেন তারা। বৈঠকে গাজীপুর ও খুলনা সিটিতে প্রচারণার জন্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জেলার সমন্বয় কমিটি যুক্ত হয়ে এলাকাগুলোতে যাবেন। জোটের শরীক এনপিপি’র দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া জানান, তারা জোটের পক্ষ থেকে আগামী ২৯ এপ্রিল গাজীপুর এবং ৩মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় গণসংযোগে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নিশ্চিত করে বলেছেন, দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৯:৩৫ অপরাহ্ণ