২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৫

বাংলাদেশের অভ্যন্তরে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় জাহাজ!

দৈনিক দেশ জনতা ডেস্ক:
বাংলাদেশের সমুদ্র সীমানায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এ মহেষখালী এলাকায় এ উদ্ধার অভিযান চালাচ্ছে। খবর বিবিসির।

ঘূর্নিঝড মোরা কক্সবাজার উপকূল অতিক্রম করার একদিন পর এ অভিযানের খবর পাওয়া গেলো।

এই ঝড়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কত জন নিখোঁজ আছেন সে সম্পর্কে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

ভারতীয় হাই কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, চট্রগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চলছে এবং তারা মনে করছে আরও লোকজন সমুদ্রে ভেসে থাকতে পারে।
ভারতীয় হাইকমিশনের ওই পোস্টে জাহাজটিকে ত্রানবাহী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

হাই কমিশন দাবি করছে মহেশখালী এলাকায়একটি মৃতদেহসহ অন্তত ৩৩জনকে উদ্ধার করেছে আইএনএস সুমিত্রা। তাদের ধারণা এরা নৌকা ডুবে বা ঝড়ের তোড়ে বাড়িঘর থেকে ভেসে গিয়েছিলো।

জীবিত আরও অনেকে সাগরে ভেসে থাকতে পারে বলে উল্লেখ করে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উদ্ধার অভিযান শেষে বা বাংলাদেশ নৌ-বাহিনী সেখানে কার্যক্রম শুরু করলে ভারতীয় জাহাজটি ত্রাণ হস্তান্তরের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করবে পোস্টে উল্লেখ করা হয়েছে।

পোস্টটিতে অবশ্য এটাও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের নৌ-বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম চালানো হচ্ছে ।

তবে বাংলাদেশ সরকার বা নৌ-বাহিনী কারও পক্ষ থেকে এ অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত কোন কিছু জানানো হয়নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ