১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

দ. আফ্রিকা সফরের বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল দিয়েছে বিসিবি। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে রুমানা আহমেদকে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন সালমা খাতুন।

এই সফরে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন রুমানা-সালমারা। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে দল।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে ২ মে পচেফস্ট্রুমে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ৪ মে পচেফস্ট্রুমে ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজ। আর শেষ হবে ২০ মে টি-টোয়েন্টি দিয়ে। ২১ মে দক্ষিণ আফ্রিকা ছাড়বে দল।

বাংলাদেশ নারী দল:
রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা (২), সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।

সূচি
৪ মে, প্রথম ওয়ানডে, পচেফস্ট্রুম

৬ মে, দ্বিতীয় ওয়ানডে, পচেফস্ট্রুম

৯ মে, তৃতীয় ওয়ানডে, কিম্বার্লি

১১ মে, চতুর্থ ওয়ানডে, কিম্বার্লি

১৪ মে, পঞ্চম ওয়ানডে, ব্লুমফন্টেইন

১৭ মে, প্রথম টি-টোয়েন্টি, কিম্বার্লি

১৯ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

২০ মে, তৃতীয় টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

 

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৮:৩৮ অপরাহ্ণ