১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিএনপি নেতা তাবিথ আউয়াল এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই তিনজনকে পৃথক তলব নোটিশ পাঠানো হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে ৭ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে চতুর্থবারের মতো আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ তলব করেছে দুদক।

অপর নোটিশে তাবিথ আউয়ালকে ৮ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ মে দুদকে হাজির হতে বলা হয়েছে।

এর আগে এ কে আজাদকে একবার তলব করা হলেও অসুস্থতার কারণে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৬:৪৫ অপরাহ্ণ