নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে দুর্নীতির কারণেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের রায়ের প্রেক্ষিতে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
দুপুরে উত্তরার আমিন কমপ্লেক্সের কাছ দিয়ে সড়কের ভেতরে স্থানীয় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রি বিরতণের কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। এর আগে ফখরুল সাংবাদিকদের সাথে কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘‘ এই সরকার পর্যায়ক্রমে জ্বালানির দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখনও এরা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।”
‘‘ এর মূল উদ্দেশ্যটা হলো, তারা (সরকার) যে দুর্নীতি করছে জ্বালানি খাতে। আপনারা জানেন যে কুইক রেন্টাল পাওয়া প্ল্যান্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে দুর্নীতির ফলে যে প্রচুর পরিমান যে ব্যয় হচ্ছে, সেটাকে কাভার করার জন্য তারা জনগন থেকে পকেট কেটে, জনগন কাছ থেকে বেশি দাম নিয়ে সেটা পুরণ করতে চাইছে। আমরা তখনও এর নিন্দা করেছি, আমরা কথা বলেছি, এখনো করছি।”
উচ্চতর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘‘ সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি আবার চালু হয়েছে। এই রায়ের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে জনগন যে ভোগান্তি পোহাচ্ছে, জনগনের আয়ের উপরে যে চাপ পড়ছে, জনগনের প্রকৃত আয়টা দিনে দিনে কমে যাচ্ছে, আজকে এটা প্রমাণিত হয়েছে।”
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) প্রাথমিক শুনানি করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ সোমবার পর্যন্ত স্থগিত করে নিয়মিত শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। এর ফলে বিতfগীয় ধাপে গৃহস্থালি ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল তা আটকে গেলো।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের এই আদেশের ফলে ১ জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরে বাধা নেই।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়।
দৈনিক দেশজনতা/ এমএইচ