১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

টাঙ্গাইলে ৪ হাজার ইয়াবাসহ আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনীপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কল্পনা বেগম (৫০), কালু মিয়া (২২), ইউনুছ মিয়া (২৫), মনিয়ার হোসেন (৪৫) ও আলী আকবর (৩৬)।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি মাইন উদ্দিন পরিবর্তন ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার ঘুনীপাড়া গ্রামের ইয়াবা সম্রাট ও ডিলার মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়।

তখন ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ৫ ব্যবসায়ীকে আটক করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেদীসহ ৩ থেকে ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা বিভিন্নস্থানে মাদক বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ