১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

পুঠিয়ায় ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্যকে আটক

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাতে ও আজ সোমবার ভোরে উপজেলার বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), একই গ্রামের আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও  আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) তারা সবাই জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। র‌্যাব-৫ রাজশাহীর কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রবিবার রাত ১০টার দিকে সিপিএসি র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য রাজু আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোরে বেলপুকুর জামিড়া গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ হোসেন ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৫টি জিহাদি ও উগ্রবাদী বই ৩ টি জিহাদি লিফলেট, সংগঠনের ব্যবহিত ৩টি মোবাইল ফোন, ৩ টি সিমকার্ড ও দুটি আইডি কার্ড জব্দ করা হয়।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানায় তাদের বিরুদ্ধে নগরীর বেলপুকুর থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ