১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

যশোরে স্বামীর পরকীয়া: স্ত্রীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি:   

যশোরের মনিরামপুরে স্বামীর পরকীয়া প্রেম ও যৌতুকের দাবিতে অত্যাচার  সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার বেলা ১২টার দিকে মনিরামপুর উপজেলার মথুররাপুর স্বামীর বাড়িতে তিনি আত্মহত্যা করেন। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মামা মো. আলী জিন্নাহ জানান, সাত বছর আগে মথুরাপুর গ্রামের ইদ্রিস জোয়াদ্দারের মেয়ে মুন্নি থাতুনের সঙ্গে একই এলাকার শফিয়ারের বিয়ে হয়। তাদের একটি পাঁচ বছরের মেয়ে সন্তান আছে। শফিয়ারের চাহিদামত যৌতুক হিসেবে নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল এবং দুইটা গরু দেয়া হয়েছে। শফিয়ার একই গ্রামের আলমঙ্গীররের স্ত্রী আয়শা বেগমের সাথে দির্ঘদিন ধরে পরকীয়া করে আসছেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল।  শফিয়ার মুন্নিকে প্রায়ই মারধর করতেন। এতে অভিমানে গতকাল মুন্নি গরুর গোয়াল ঘরের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জানতে চাইলে মনিরাপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন বলেন, মুন্নি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর সকালে লাশ যশোর জেনারেল  মর্গে পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যৌতুক ও নিহতের স্বামী শফিয়ার একই গ্রামের আলঙ্গীররের স্ত্রী আয়শা বেগমের পরকীয়া প্রেমের কারণে আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা নাকি হত্যার প্ররোচনায় আত্মহত্যা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ