১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

২০ টাকায় ভোলা থেকে ঢাকা, বিপত্তিতে সাধারন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৪শ’ কিলোমিটার নৌপথের ভাড়া মাত্র ২০ টাকা। শুনে অবাক হবার মতোই কথা। ভোলার চরফ্যাশনে অবিশ্বাস্য এই সুযোগটি পাচ্ছেন স্বল্প আয়ের রাজধানীমুখী লঞ্চ যাত্রীরা।

এমন অফারের সুযোগ পেয়ে স্বল্প আয়ের যাত্রীরা ছুটছেন স্বপ্নের শহর রাজধানীর দিকে। তবে কিছুটা বিপত্তিও ঘটছে। অনেক যাত্রী লঞ্চের অসুস্থ প্রতিযোগিতায় জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। দু’সপ্তাহ জুড়ে এম. ভি. কর্ণফুলী, এম. ভি. ফারহান ও এম. ভি. তাসরিফ লঞ্চের শ্রমিকরা প্রতিনিয়ত যাত্রী টানতে ২০ টাকায় ডাকাডাকি করছে যা নিয়ে লঞ্চ শ্রমিকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে।

যাত্রী ডাকাডাকি আর বেতুয়া ঘাটে লঞ্চের নোঙর করা নিয়ে যে কোন মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ সংঘর্ষ। এদিকে স্বল্প আয়ের যাত্রীদের এই অফার থাকলেও মধ্যবিত্ত যাত্রীদের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়া ২৫শ’ এবং সিঙ্গেল কেবিন যাত্রীদের জন্য ৮শ’ থেকে ১৫শ’ টাকা।

সোমবার সরেজমিনে বেতুয়া ঘাটে দেখা যায় লঞ্চ শ্রমিকদের যাত্রী নিয়ে ডাকাডাকি আর টানাটানি উত্তেজনায় যাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে। ২০ টাকায় ঢাকা! তার পরেও নিম্ন আয়ের যাত্রীদের মধ্যে এ নিয়ে উৎসাহ থেমে নেই।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১:৩১ অপরাহ্ণ