আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, আমেরিকা গোটা বিশ্বের মানুষের জন্যই বিপদজনক। মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের অধিকৃত ভূখ- হিসেবে উল্লেখ না করায় এ প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনোই বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। রিয়াদ আল মালিকি বলেন, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ডি. ফ্রেডম্যান পশ্চিম তীরকে অধিকৃত ভূখ- হিসেবে অভিহিত না করে দখলদারদের পক্ষে সাফাই গেয়েছেন। তার এসব বক্তব্য প্রমাণ করে আমেরিকা তার গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট করে ফেলেছে।
রিয়াদ আল মালিকি আরও বলেন, মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া দেখাবে এবং শত্রুরা হতভম্ব হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ইস্যুতে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসলেও সব সময় ইসরায়েলের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি