আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি। খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’
খবর পেয়ে চীনা দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। বাসটি একটি ব্রিজ থেকে নিচে নদীতে পড়ে যায়। তবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি সংস্করণ সোমবার ভোরে এক টুইট বার্তায় জানায়, পর্যটকবাহী বাসটি একটি ব্রিজ থেকে নিচে পড়ে গেলে ৩০ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির ছবিও প্রকাশ করে তারা। পরে অবশ্য প্রতিষ্ঠানটি ওই টুইট মুছে ফেলে।
উত্তর হাওওয়াং পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী রাজ্য। পর্যটকদের কাছে স্থানটি বেশ আকর্ষণীয়। উত্তর কোরিয়া ভ্রমণ বেশিরভাগ দেশের কাছে নিষিদ্ধ। তবে চীনের পর্যটকদের কাছে দেশটির পর্যটন খুবই জনপ্রিয়। উত্তর কোরিয়ায় আসেন এমন পর্যটকদের মধ্যে ৮০ শতাংশই চীনের। দক্ষিণ কোরিয়াভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দ্য কোরিয়ান মেরিটাইম ইনস্টিটিউটের তথ্যে, উত্তর কোরিয়া বছরে প্রায় ৪৪ মিলিয়ন ডলার শুধুমাত্র চীনের পর্যটকদের কাছ থেকে রাজস্ব আয় করে।
দৈনিকদেশজনতা/ আই সি