১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৯০ বোতল ফেনসিডিল থাকা পিকআপ ফেলে পালিয়েছে চালক ও হেলপার।

রোববার সকাল ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকার শিল্প পার্ক গেট এলাকায় এসব মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন জানান, সকাল থেকে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫-১৩৪০) অদূরে আমাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:০৩ অপরাহ্ণ