২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০০

গাজীপুরে প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপিকে জামায়াতের সমর্থন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ।

রবিবার দুপুরে টঙ্গীতে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন জামায়াতের মহানগর শাখার আমির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সানাউল্লাহ। এসময় তিনি জোটের শরিক বিএনপির পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন।

সানাউল্লাহ বলেন, ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া আজ কারাগারে। আমি জালিম সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আজ দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বতন্ত্র দল হিসেবে জামায়াত সবধরনের নির্বাচনে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি মেয়র পদে দাঁড়িয়েছিলাম। কিন্তু দেশের আজ মানুষের ভোটাধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই। রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। গাজীপুর যেহেতু রাজধানীর পাশের একটি সিটি করপোরেশন। এই সিটির ওপর দেশ ও জাতির ভাগ্য, আন্দোলন সংগ্রাম সবকিছু নির্ভর করছে। একারণে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২০ দলীয় প্রার্থী হিসেবে হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জামায়াতের সমর্থনে ২০ দলীয় জোটের ঐক্য আরও দৃঢ় হলো এবং আমাদের শক্তি আরও বেড়ে গেছে মন্তব্য করে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা পুরোপুরি আশাবাদী।’

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ