১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৯

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ প্রতিবেদক:

হবিগঞ্জের বজ্রপাতে এক কিশোর’সহ তিনজন নিহত হয়েছে।  আজ (রোববার) বিকেলে জেলার লাখাই উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে দুই কৃষক নিহত হয়। আর বানিয়াচং উপজেলায় বজ্রপাতে মারা যায় এক কিশোর।

নিহত ব্যক্তিরা হলেন- লাখাই উপজেলার সুজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বলেন, বিকেলে  দুই কৃষক নুফুল মিয়া ও আপন মিয়া বাড়ির পাশের হাওরে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হন।

পরে পাশের জমিতে কর্মরত শ্রমিকরা তাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আপন মিয়ার শরীর বজ্রপাতে ঝলসে গেছে।

অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন বিকেলে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।  বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বজ্রপাতে মঈন উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৮:১৩ অপরাহ্ণ