২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০২

লিমন হত্যাচেষ্টা : এবার র‍্যাবের বিরুদ্ধে তদন্ত করবে পিবিআই

 ঝালকাঠি প্রতিবেদক:

র‌্যাব-৮ এর ছয় সদস্যর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরের লিমন হোসেন হত্যাচেষ্টা মামলা বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সেলিম রেজা এ আদেশ দেন।

লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে একটি নালিশী মামলা করেন। আদালতের নির্দেশের ১৬ দিন পর ২৬ এপ্রিল রাজাপুর থানায় র‌্যাবের ডিএডি লুৎফর রহমানসহ ছজনের নামে মামলাটি রেকর্ড করা হয়।

পুলিশ ওই মামলায় র‌্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। লিমনের মা হেনোয়রা বেগম পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে নারাজি আবেদনও খারিজ করে দেন বিচারক মো. শাহীদুল ইসলাম। এ আদেশের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ মার্চ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন লিমনের মা।

লিমনের মায়ের আইনজীবীরা জানায়, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে হতদরিদ্র কলেজছাত্র লিমন হোসেন র‌্যাব সদস্যদের কর্তৃক গুলিবিদ্ধ হন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ