১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৫

রাঙামাটিতে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি ঠেকাতে আগাম উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

প্রাকৃতিক কারনে পাহাড় ধস হলেও এবছর আসন্ন বর্ষায় রাঙামাটি জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকাতে আগাম উদ্যোগ নিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ । এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (২১এপ্রিল) রাঙামাটি শহরের অতি ঝুকিপূর্ন এলাকাসমুহে জেলা প্রশাসক  সরেজমিনে গিয়ে সেখানে বসবাসরত লোকজনের সাথে কথা বলেন।

এসময় তিনি গত বছর যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানগুলোসহ রাঙামাটি শহরের শিমুলতলী, নতুন পাড়া এলাকা, মনতলাসহ ঝুকিঁপূর্ন বিভিন্ন স্থানে সতর্কিকরণ বিজ্ঞপ্তি নিজ হাতে  টাঙিয়ে দেন এবং সেখানের পাদদেশে বসবাসরত লোকজনের সাথে কথাবলে তাদেরকে বর্ষার আগেই আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন স্থানীয জনপ্রতিনিধি নিয়ে আমরা সচেতনতা মুলক সভা করবো যাতে কোন প্রকার দুর্যোগ আসার আগেই নিরাপদ স্থানে সরে যেতে পারে।

তিনি আরো বলেন,ঝুকিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠী লোকজনের জন্য পর্যাপ্ত পরিমান আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দূর্যোগকালিন সময়ে সরকারের পক্ষ থেকে বিপদগ্রস্থদের পাশে দাড়াতে ঠেকাতে রাঙামাটি জেলা প্রশাসন সম্পূর্নরুপে প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা,গণমাধ্যম প্রতিনিধিগণ সহ স্থানীয জনপ্রতিনিধিরা

 

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৬:১১ অপরাহ্ণ