১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

নাট্যজন মামুনুর রশীদকে সম্মাননা প্রদান ইয়াংস্টারের

বিনোদন ডেস্ক:

রাষ্ট্র বনাম… নাট্যজন মামুনুর রশীদ রচিত জনপ্রিয় এই নাটক ঢাকার সুবচন থিয়েটার নিয়মিত প্রযোজনা করে থাকে। কিন্তু একইভাবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইয়াং স্টার থিয়েটার নাটকটি ঢাকা-উত্তরবঙ্গ এলাকায় ৩০ বছর ধরে মঞ্চস্থ করে আসছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ইয়াংস্টার থিয়েটার রাজধানীর কঁচিকাচা মিলনায়তনে রাষ্ট্রবনাম নাটকের ৭৬তম প্রযোজনা মঞ্চস্থ করে। নাটক মঞ্চায়নের পূর্বে ইয়াংস্টার থিয়েটারের পক্ষ থেকে নাটকটির রচয়িতা নাট্যজন মামুনুর রশীদকে সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন মামুনুর রশীদের হাতে সম্মাননা তুলে দেন, উত্তরীয় পরিয়ে দেন রাজেন্দ্র প্রসাদ রাজু। এসময় উপস্থিত ছিলেন ইয়াংস্টার থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন ও গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন।

সম্মানা পেয়ে আপ্লুত মামুনুর রশীদ বলেন, ইয়াং স্টার থিয়েটারের কাছে কৃতজ্ঞ যে নাটকটি তারা স্মৃতি হতে দেয়নি। রাস্ট্র বনাম রংপুর অঞ্চলের প্রেক্ষাপটে রচিত একটি নাটক, তাঁদের ভাষা আমি জানতাম না রপ্ত করে এই নাটক লিখেছি। রংপুরের ভাষা অসম্ভব দরদ মাখা ভাষা। ভাওয়াইয়া গানের মধ্যে আমরা সেই প্রমাণ পাই। রংপুর অঞ্চলের মানুষের নিপীড়নের ভাষা এটি।

নাট্যজন বলেন, আমি সকল কুশীলবদের কাছে কৃতজ্ঞ যে সুবিধাবঞ্চিত এলাকার একটি থিয়েটার ৩০ বছর ধরে নাটকটি করে যাচ্ছে। আমাকে যে সম্মাননা দিলেন তার জন্য কৃতজ্ঞ। আমি অনেক সম্মাননা পেয়েছি কিন্তু এই সম্মাননা সবগুলোর চেয়ে আলাদা, কেননা এটি আমার একটি আঞ্চলিক ভাষার ওপর কেন্দ্র করে লেখা নাটকের জন্য প্রাপ্ত সম্মাননা।

এরপর নাটক রাষ্ট্র বনাম… এর ৭৬ তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজ সোমবার একই থিয়েটারের প্রযোজনা জোছনা কুমারী মঞ্চস্থ হবে কঁচি কাচা মিলনায়তনে সন্ধ্যা ৭ টায়।

মঞ্চায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, সাবেক পুলিশের ডিআইজি ফিরোজ কবির মুকুল, বিশিষ্ঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১২:৪৩ অপরাহ্ণ