১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

বিকেলে চেন্নাইয়ের বিপক্ষে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান দুইটি মাইলফলকের খুব কাছাকাছি অবস্থায় থেকে শুরু করেছিলেন চলতি আইপিএলে খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম এই পারফর্মার ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক। কিন্তু ৩০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে অবস্থান করছেন সাকিব। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছোঁয়া হয়নি রেকর্ডটি। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠে কি পারবেন তিনি? ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

প্রথম তিন ম্যাচের প্রতিটিই জিতেছিল হায়দ্রাবাদ। মূলত বোলিং শক্তির উপর ভিত্তি করেই এসেছে জয়। সাকিব-রশিদ খান-ভুবনেশ্বর কুমারের সমন্বয়ে টুর্নামেন্টে সেরা বোলিং এই দলটিরই। এখন পর্যন্ত তারা গড়ে ওভারপ্রতি ৭.৫৪ রান দিয়েছে। তবে সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ছন্দপতন হয়েছে হায়দ্রাবাদের। ক্রিস গেইলের সেঞ্চুরিতে ভর করে সাকিবদের ১৫ রানে হারিয়েছে পাঞ্জাব। আর গেইল স্বরূপে থাকলে যা হয়, কোন বোলারই তাদের কাজটি করতে পারেন না। সাকিবও ২ ওভার বল করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ফলে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের ডাবল স্পর্শ করতে অপেক্ষা বাড়ছে এই বাঁহাতির।

অন্যদিকে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে ভালো। ৪ ম্যাচে ৩ জয় তাদের। প্রতিটিই কোন না কোন ব্যাটসম্যানের বীরত্বে। শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরি করেছেন দলটির অস্ট্রেলিয় ওপেনার শেন ওয়াটসন। রানের পাহাড়ে উঠে তারা রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ৬৪ রানে। চলতি মৌসুমে চেন্নাই ওভারপ্রতি রান গড়ে ৯.৬৮ করে রান নিয়েছে। সুতরাং এদিনও দলটির পরিকল্পনায় থাকবে রানের পাহাড়ে ওঠার।

চারটি করে ম্যাচ খেলার পর দুই দলেরই পয়েন্ট সমান ৬। এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঞ্জাব। রোববার জয় পেয়ে দুই দলেরই লক্ষ্য থাকবে পাঞ্জাবের সমান আট পয়েন্ট অর্জন করা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ