১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

নাটোরে ট্রেনে কাটা পড়ে ১ নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার বনগ্রাম এলাকায় শনিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৩৫) মৃত্যু হয়েছে।

নলডাঙ্গা রেল স্টেশন এলাকায় কর্মরত রেলওয়ের কী-ম্যান শহিদুল ইসলাম জানান, বনগ্রাম এলাকার ২৩৯ নম্বর ব্রিজের কাছে রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ নারী গত কয়েক দিন ধরে এ এলাকাতে অপ্রকৃতিস্তভাবে ঘোরাফিরা করছিলেন এবং সম্ভবত মানসিক প্রতিবন্ধী ছিলেন।

রেলওয়ের সান্তাহার জিআরপি থানার ওসি মোঃ আকবর হোসেন জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ
প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ