২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৪

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি: ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজপ্রাসাদের বাইরে মুহুর্মুহু গোলাগুলি চলছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর মিররের। তবে নিউজ উইকের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর গোলাগুলির ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, গোলাগুলির একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করা হয়েছে। অসমর্থিত সূত্রের শেয়ার করা ওই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় সৌদি সরকার বা কোনো কর্তৃপক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে মিররের খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে আল জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, রয়্যাল প্যালেসের সামনে একটি ছোট আকারের ড্রোন উড়ছিল। ওই ড্রোনটি ভূপাতিত করতে নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়ে।
তবে ওই ড্রোনটি খেলনা ড্রোনের মত হলেও কে বা কারা সেটি কী উদ্দেশ্যে উড়িয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ড্রোন ওড়ানো এবং গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে গোলাগুলির সময় সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান কোথায় ছিলেন তা নিয়েও দুই রকম তথ্য প্রকাশ করা হয়েছে। মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় যুবরাজকে নিরাপদে সেনা বাঙ্কারে সরিয়ে নেয়া হয়। অন্যদিকে নিউজ উইকের খবরে বলা হয়েছে, ওই সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি দিরিয়ায় তার একটি ফার্মে অবস্থান করছিলেন। নিউজ উইকের খবরে স্থানীয় পুলিশ প্রধানের বরাত দেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:১৮ পূর্বাহ্ণ