১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

দিল্লি টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক:

বৃষ্টির কারণে থেমে আছে দিনের প্রথম ম্যাচ। তাতে আর কি থেমে থাকে পরেরটি? কলকাতার কালবৈশাখী ঝড়ে গেইল ঝড় থামলেও ব্যাঙ্গালুরুর মাঠে লড়াইয়ে নামছে দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল ব্যাঙ্গালুরু।

নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একটি করে জয় পেয়েছে দিল্লি এবং ব্যাঙ্গালুরু। রানরেটের ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে দিল্লি। জয়ের কক্ষপথে ফেরার ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামবে তারা।

দিল্লি একাদশ : গৌতম গম্ভীর, জেসন রয়, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্তে, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, হারশাল প্যাটেল, শাহবাজ নাদিম এবং ট্রেন্ট বোল্ট।

ব্যাঙ্গালুরু একাদশ : কুইন্টন ডি কক, মামান ভোরা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মানদ্বীপ সিং, কোরি এন্ডারসন, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং ইয়ুজভেন্দ্র চাহাল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ