১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

হাবিপ্রবির ২০ ছাত্রী ফুড পয়জনিংয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইভি রহমান হলের কমপক্ষে ২০ জন ছাত্রী ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর সাত জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপরে জানতে চাইলে হল সুপার ড. গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ডাল, মুরগির মাংস, সবজি ও ভাত দেয়া হয়েছিল। কীভাবে এ ঘটনাটি ঘটলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ